ঢাকা

নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ প্রদান

  প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৭:৪৯:২০ প্রিন্ট সংস্করণ

নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ প্রদান

নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় নুসরাত জাহান তমা ফাউন্ডেশন-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীর মাঝে ভিসি লাউঞ্জ, রেজিস্টার বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির চেক, ল্যাপটপ ও স্মার্ট কেইন বিতরণ‌ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, নুসরাত জাহান তমা ফাউন্ডেশন দেশে শিক্ষার উন্নয়নে কাজ করছে। বিআরটিএ পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর মরহুমা স্ত্রী নুসরাত জাহান তমা-এর স্মৃতিকে অম্লান করে রাখতেই এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ভবিষ্যতে ফাউন্ডেশনের যেকোনো কর্মকাণ্ডে তিনি তাদের পাশে থাকবেন। তিনি তমা ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে বলেন, আমাদের দেশে ১ কোটি ১৬ লাখ প্রতিবন্ধীর বসবাস। আপনাদের মতো এমন মহৎ উদ্যোগ নিয়ে যদি সবাই এগিয়ে আসতো তা হলে আমাদের দেশের প্রতিবন্ধীদের নিয়ে কোনো চিন্তা থাকত না।

সঞ্চালকের বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী সোহেলের কল্যাণে মেধাবী শিক্ষার্থীদের খোঁজ পেয়েছিলেন তিনি। দৃষ্টিমান দরিদ্র শিক্ষার্থীদের টিউশনির মাধ্যমে লেখাপড়া চালিয়ে নেওয়ার সুযোগ থাকে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেই সুযোগ সীমিত বিধায় তাঁদের শিক্ষাবৃত্তির আওতায় আনার চিন্তা ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়।‌

সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার গুরুদায়িত্ব নিতে নুসরাত জাহান তমা ফাউন্ডেশন বদ্ধপরিকর। এটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি গান লিখেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী ” আমরা যা দেখি”। সুর করেছেন তারিক তুহিন আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিশেষ শিক্ষা কেন্দ্রের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক মো. মোখলেছুর রহমান মুকুল। গানটি আজ রিলিজ হল।

আরও খবর

Sponsered content