প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৭:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ
লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট ইন্ডিয়া-এর সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস। সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিরোধীদের এই জোট। তবু এই সাফল্যকে গণতন্ত্রের জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় হিসেবে দেখছে কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে ও সিনিয়র রাহুল গান্ধী উভয়েই এই বিষয়টি তুলে ধরেছেন। ভারতীয় সংবিধানের কপি নিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে রাহুল গান্ধী বলেছেন, দরিদ্র মানুষেরা দেশের সংবিধান রক্ষা করেছেন।
তিনি বলেছেন, এই জন রায়ে একটি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আর তা হলো দেশ চায় না প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ দেশ পরিচালনা করুন।
বুথ ফেরত জরিপের পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে দুই শতাধিক আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট ১৩৬ আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে আরও ১৫৪টি আসনে। ইন্ডিয়া জোট জয় পেয়েছে ৬৫ আসনে এবং এগিয়ে রয়েছে আরও ১৭০ আসনে। একক দল হিসেবে কংগ্রেস প্রায় ১০০ আসনে এগিয়ে রয়েছে। পর পর দুইবার ব্যর্থ হওয়ার পর এবার সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে পারে কংগ্রেস।