প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৭:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মতিউর রহমান শাহ্ জামে মসজিদ থেকে দোহাজারী রেললাইন পর্যন্ত একাধিক এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ২০২০-২১ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ১ মিটার প্রস্থের আরসিসি ইউ ড্রেন নির্মাণের উদ্যোগ নেয় দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ।
ড্রেনের অ্যালাইনমেন্ট বরাবর বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে ড্রেনের নির্মাণকাজ। এতে করে ড্রেনের ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত সোমবার (৩ জুন) দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ষষ্ঠ পাতায় “দোহাজারীতে ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের এক দিন পর পৌর মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিমের দৃঢ় পদক্ষেপে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সেই খুঁটিগুলো সরিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। বুধবার (৫ জুন) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব দোহাজারী মতিউর রহমান শাহ্ জামে মসজিদের সামনে ও নাছির মোহাম্মদ পাড়ার প্রবেশমুখে ড্রেনের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছে দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কর্তৃক নিয়োগ করা শ্রমিকরা।
নির্মাণাধীন ড্রেনের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানোয় স্বস্তি প্রকাশ করে পূর্ব দোহাজারী আজগর আলী বাড়ির আহমদ মিয়া জানান, বিগত তিন বছর আগে ড্রেন নির্মাণ কাজ শুরুর পর ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণকাজ চালানোর ব্যাপারে আপত্তি জানিয়ে ছিল স্থানীয়রা।
খুঁটি অপসারণের দাবি জানালেও বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের কথায় কর্ণপাত করেননি। গত সোমবার পত্রিকা মারফত জেনেছি পৌরসভা থেকে ২০২১ সালে দোহাজারী বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী বরাবর এবং ২০২২ সালে নির্বাহী প্রকৌশলী বরাবর পত্র প্রেরণ করার পরেও খুঁটি অপসারণ করা হয়নি।
অবশেষে পৌর মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিমের দৃঢ় পদক্ষেপের ফলে ড্রেনের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর কাজ করছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এজন্য পৌর মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি। দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম জানান, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করে খুঁটিগুলো ড্রেনের মাঝখান থেকে সরানোর জন্য তাদের সহযোগিতা চেয়েছি।
অবশেষে আমাদের যৌথ সমন্বয়ে খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের খুঁটিগুলো ড্রেনের মাঝখান থেকে সরিয়ে একপাশে প্রতিস্থাপন করা হয়েছে। আশা করি, দোহাজারী পৌরসভা এলাকায় নতুন করে বিদ্যুৎ সঞ্চালন লাইন বা খুঁটি স্থাপনের আগে পৌর পরিষদের সাথে সমন্বয় করবে বিদ্যুৎ কর্তৃপক্ষ। নইলে পৌরসভার উন্নয়ন কাজ ব্যাহত হবে।