ময়মনসিংহ

শেরপুরে জেলা প্রশাসকের খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১ , ৭:৪৭:৪০ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি:

সারাদেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে।

 

এমন পরিস্থিতিতে শেরপুর জেলা শহরের পৌরসভার বাগরাকসা ও গৌরীপুর মহল্লায় বসবাসকারী তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীদের মাঝে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

লকডাউন পরিস্থিতিতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব হিজড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে তার নিজ উদ্যোগে মঙ্গলবার দুপুরে শেরপুর শহরের বাগরাকসা মহল্লায় শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকারের হাতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র অনুদান হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান। বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৮০ কেজি চাল, ১৫ কেজি আলু, ১০ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কজি লবণ।

আরও খবর

Sponsered content

Powered by