প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৮:০৪:১৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশন এলাকায় শাটল ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. ইব্রাহিম ইরফান। সে ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে।
তিনি নগরীর সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নিহত শিক্ষার্থী হেডফোন কানে লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিল। উচ্চ শব্দে গান শোনার কারণে আশে পাশের কোনো শব্দ শুনতে পাননি। পেছন থেকে ট্রেন আসার বিষয়ে ধারণা করতে পারেননি তিনি।
অন্যান্য যানবাহনের মতো ট্রেন থামানো সম্ভব না হওয়াই ট্রেনটি শিক্ষার্থীর ওপর দিয়ে চলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, তখন ছেলেটি কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিল।
ধারণা করা হচ্ছে, হেডফোনে উচ্চ শব্দে গান শুনতে থাকার কারণে ট্রেন আসার খবর পাননি তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।