প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৬:১৯:১৯ প্রিন্ট সংস্করণ
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যে জামালপুরের বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন ) সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনার সভাপতিত্বে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শফি কামালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনুর রহমান,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা, স্কুলের ছাত্র-ছাত্রী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত তাঁর বক্তব্যে বলেন, স্মাট ভূমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভূমিসেবা পাচ্ছেন। এতে ভূমির প্রকৃত মালিক নির্ধারণ সহজ হবে।ভূমি সেবা পেতে সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিতকরণে ভূমির মালিকগণের প্রতি আহবান জানান। এতে দালালের খপ্পরে না পড়তে সরাসরি অফিসে এসে ভূমি সেবার পরামর্শ দেন তিনি।
ভূমি সেবা সপ্তাহ ৮ই জুন থেকে ১৪ ই জুন পর্যন্ত চলবে।