ঢাকা

আশুলিয়ায় আগুনে শ্রমিক কলোনীর ১৭টি কক্ষ ভস্মিভূত

  প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৪:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় আগুনে শ্রমিক কলোনীর ১৭টি কক্ষ ভস্মিভূত

ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে ওই কলোনীর ১৭টি কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।

রোববার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়ার নতুন নগর এলাকার আব্দুল হাই দেওয়ানের মালিকানাধীন কলোনীতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই কলোনীর সকলেই কারখানায় চলে যায়। সকাল পৌনে ১০টার দিকে একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে কলোনীর অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কলোনীর ১৭ টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ওই শ্রমিক কলোনীর ১৭‌টি কক্ষ পুরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না, তদন্ত করে পরে বলা যাবে।

আরও খবর

Sponsered content