দেশজুড়ে

মোংলায় ভোটকেন্দ্রে আনসারকে মারধর, তরুণের কারাদণ্ড

  প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৭:৩৫:২১ প্রিন্ট সংস্করণ

মোংলায় ভোটকেন্দ্রে আনসারকে মারধর, তরুণের কারাদণ্ড

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাঁধা, মারধর ও জোর পূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায় ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (৯ জুন) পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মোহসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট চলাকালে এই কাণ্ড ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঐ সমর্থক শাকিল শেখ (২১) কে দণ্ড দেন বাগেরহাট জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ। তিনি বলেন, মোহসিনিয়া আলিম মাদ্রাসা সেন্টারে নির্বাচনে অন্যদের সাথে ভোটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মোতালেব হোসেন।

এসময় শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে শাকিল শেখ নামে ঐ যুবক নারী ও পুরুষদের সারিবদ্ধ লাইন ভেঙ্গে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করে। এসময় আনসার সদস্য মোতালেব হোসেন তাকে বাঁধা দেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এসময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।

পরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা,২০১৩ এর বিধি ৭৬ (গ)-(আ) অনুযায়ী আটক ব্যক্তি তার অপরাধ স্বীকার করে। এরপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিষদের টাকা দিতে ব্যর্থ হলে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান বিচারক ড.মো. আতিকুস সামাদ। পরে ঐ আসামিকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়।

আরও খবর

Sponsered content