প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৮:২৯:০১ প্রিন্ট সংস্করণ
ফ্লাট কিংবা ইলেকট্রনিক্স কোন পণ্য নয় এবার কিস্তিতে বিক্রি হচ্ছে কোরবানির পশু শুনতে অবাক লাগলেও এটি সত্যি ঈদের দুই মাস আগে মুল টাকার ২৫% টাকা জমা দিয়ে পশু বুকিং এর সুযোগ দেয় খামার কর্তৃপক্ষ। ঈদের আগে সম্পূর্ণ টাকা পরিশোধ হলে বুঝিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত পশুটি এমনই একটি খামার রয়েছে কেরানীগঞ্জে।
ঈদুল আযাহা উপলক্ষ্যে প্রতি বছর কোরবানির জন্য দেশের বিভিন্ন জেলায় পশু খামারিরা প্রস্তুত করেন বিভিন্ন জাতের পশু ইতোমধ্যেই সেই প্রস্তুতকৃত কোরবানির পশু সারাদেশে বিভিন্ন খামার ও হাটগুলোতে ক্রয় বিক্রয় শুরু হয়েছে।
তবে এবার রাজধানীতে দেখা গেছে অভিনব সিস্টেমে পশু বিক্রয়ের এক খামার এখানে খামারিরা ক্রেতাদের দিচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা কিস্তিতে বিক্রি করবে কোরবানির পশু ঈদের দুই মাস আগে ফুল টাকার ২৫% জমা দিলেই পছন্দের পশুটি বুকিং করতে পারছেন ক্রেতারা। পরে ঈদের আগের সম্পূর্ণ টাকা পরিশোধ করলে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নির্ধারিত সেই পশুটি।
কেরানীগঞ্জ উপজেলার শরীফ এগ্রমেন্ট ফার্ম ১৫০ বিঘা জমির উপরে তৈরি করা হয়েছে ফার্মটি অস্ট্রেলিয়ান ও ফ্রিজিয়াম গরুসহ রয়েছে প্রায় তিন হাজার লাল বর্ণের শাহীওয়াল জাতের গরু ও সাদা বর্ণের অ্যালবিন জাতের মহিষ। মহিষগুলোর রয়েছে বিশাল আকৃতির শিং যা মন কেড়ে নিচ্ছে ক্রেতাদের।
বুকিং অথবা ক্রয় করে রেখে যাওয়া পশুটিকে ঝুকিমুক্ত মনোরম পরিবেশে লালন-পালন করে রাখালেরা দেখাশোনা খাওয়া-দাওয়া সবকিছুই লালন পালন করে থাকেন তারা সঠিক সময়ে চিকিৎসা দিয়ে থাকেন তারাই।
কুরবানীর পশু ক্রয় করতে একসাথে অনেক টাকার প্রয়োজন হয় অনেকের জন্য কষ্টসাধ্য তাই সর্বস্তরের মানুষ যেন সহজেই ধাপে ধাপে পেমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারে সেই উদ্দেশ্যে ব্যতিক্রমী সিস্টেম চালু করেছেন শরীফ এগ্রো ফার্ম শুরুতেই গরুর টাকাটা ফুল প্রেমেন্ট করতে হচ্ছে না। যখন ডেলিভারি নিবে তখন ফুল পেমেন্ট করতে হবে যখন একটা বিগ এমাউন্ট একসাথে দিতে হয় তখন অনেকেরই কষ্ট হয় আবার অনেকেই চাকরিজীবী থাকে তাই আস্তে আস্তে টাকা দিয়ে পছন্দের গরুটি কিনতে পারবে।
পশু বিক্রয়ের এমন অগ্রিম বুকিং সেবা চালু করায় ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন খামারিরা ক্রেতারা বাড়তি ঝামেলা ছাড়াই যেন ভালো একটি পশু কিনতে পারেন ক্রেতাদের জন্য এমনটাই ধারণা করেন খামার কর্তৃপক্ষ।
ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের বিভিন্ন খামার ও হাটে ক্রয় বিক্রয় হচ্ছে অসংখ্য কুরবানীর পশু ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে কেরানীগঞ্জের শরীফ এগ্রোমেন্ট খামারে এই সিস্টেমটি চালু করেন কর্তৃপক্ষরা।
ক্রয় বিক্রয় চলছে অসংখ্য সুযোগ সুবিধা আগে থেকেই বুকিং করে রাখতে পারবেন আপনার কোরবানির পশু অতিরিক্ত কোন টাকা দিতে হবে না বুকিং এর পরে এমন সুযোগ কাজে লাগাতে কোরবানির পশু ক্রয় করতে আসা হচ্ছে এই হাটে।