চট্টগ্রাম

সুবর্ণচরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৭:৪১:১৫ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে পূর্ব শত্রæতার জের ধরে গত ৫ আগস্ট (বুধবার) আব্দুল মান্নান (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবীতে আজ বুধবার দুপুর ১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন-সমাবেশ হয়। আধাঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে নিহতে পরিবারের সদস্যরা ছাড়াও সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের অন্তত তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা চরজব্বার ইউনিয়নের আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মহোরার, বাহার মেম্বারসহ হত্যায় জড়িতদের ফাঁসির দাবী করেন। তারা বলেন, ফজলুল হক মহোরার ও বাহার মেম্বার এলাকায় দীর্ঘদিন পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন। মানববন্ধন থেকে বলা হয়, গত বুধবার রাতে পূর্ব শত্রæতার জের ধরে ফজলুল হক ও বাহার মেম্বারের নেতৃত্বে তাদের ১০-১২জন সন্ত্রাসীরা স্থানীয় কা ন বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আব্দুল মন্নানকে। এ সময় কুপিয়ে আহত করে আরো চারজনকে। এ বিষয়ে চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, পুলিশ এ পর্যন্ত চারজনকে আটক করেছে। অন্যদের গ্রেপ্তার করারও চেষ্টা চলছে। এ ছাড়া ইতোমধ্যে ফজলুল হককে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। বাহার মেম্বারকেও ইউপি সদস্যের পদ থেকে বহিস্কারের অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by