প্রতিনিধি ১৫ জুন ২০২৪ , ৩:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ
তীব্র গরমের মধ্যেই এবারের হজ পালিত হচ্ছে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন লাখো হাজি। তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে প্রতিবারের মতো এবারও বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি প্রশাসন। শুক্রবার (১৪ জুন) পর্যন্ত ৯৩ হাজার হাজিদের চিকিৎসাসেবা প্রদান করেছে দেশটি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৯টি ওপেন-হার্ট সার্জারি, ২১৮টি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এবং ৬৭৬টি ডায়ালাইসিস করা হয়েছে।
এছাড়া, চিকিৎসার জন্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে আরও ২ হাজার ২০ জনেরও বেশি হাজিকে।
হাজিদের সেবায় ৩৪ হাজারের বেশি চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও প্রশাসনিক কর্মী নিয়োগ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া, ১৮৯টি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এমনকি মোবাইল ক্লিনিকে তাদের পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৭৩০টি অ্যাম্বুলেন্স ও সাতটি এয়ার অ্যাম্বুলেন্স।
স্বাস্থ্য মন্ত্রণালযের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত ৭০ হাজারের বেশি হজযাত্রী এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছেন।
সূত্র: আরব নিউজ