রংপুর

বোচাগঞ্জে প্রথম নারী ইউএনও ছন্দা পাল

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৪:১২:৫৯ প্রিন্ট সংস্করণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করছেন ছন্দা পাল। এর আগে তিনি রংপুর সদর সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকার গৃহিত বিভিন্ন কর্মকান্ড রংপুর সদরের এসিল্যান্ড হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ৬ জুলাই নবাগত ইউএনও হিসাবে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন ইউএনও ছন্দা পাল। উল্লেখ্য, ১৯৮২ সালের ৭ নভেম্বর থেকে এ পর্যৗল্প অত্র উপজেলায় ৪৩ জন কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে ছন্দা পাল হলেন প্রথম কোনো নারী উপজেলা নির্বাহী অফিসার। সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বিদায়ী ইউএনও ফকরুল হাসান। প্রথম কোন নারী ইউএনও অত্র উপজেলায় যোগদান করছেন এমন খবরে এলাকায় সব শ্রেণির মানুষের মধ্যে একধরণের ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নেত্রী রতœা চক্রবর্তী বলেন, দেশের সবক্ষেত্রে নারী নেতৃত্বের বিকাশ ঘটছে। এ ক্ষেত্রে আমাদের উপজেলায় প্রশাসনের নির্বাহী কর্মকর্তা হিসাবে একজন নারী ইউএনও যোগদান করেছেন এটা অনেক আনন্দের বিষয়। ভাইস চেয়ারম্যান পুতুল রানী বলেন, নবাগত ইউএনও অত্র উপজেলায় প্রথম কোনো নারী ইউএনও হিসাবে যোগদান করেছেন এ জন্য তিনি নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান।

আরও খবর

Sponsered content