খেলাধুলা

ঈদের আনন্দ দ্বিগুণ করে দিলেন সাকিব-মোস্তাফিজরা 

  প্রতিনিধি ১৭ জুন ২০২৪ , ১১:০৪:৩৬ প্রিন্ট সংস্করণ

ঈদের আনন্দ দ্বিগুণ করে দিলেন সাকিব-মোস্তাফিজরা 

হোমখেলাক্রিকেটঈদের আনন্দ দ্বিগুণ করে দিলেন সাকিব-মোস্তাফিজরা রবিউল ইসলাম১৭ জুন ২০২৪, ১০:২৬বাংলাদেশের উল্লাসের একটি মুহূর্ত।বাংলাদেশের উল্লাসের একটি মুহূর্ত।২১ বছর আগের কথা। ঈদের আগের দিন ‘ডাবল’ আনন্দের প্রস্তুতি নিচ্ছিল পুরো বাংলাদেশ। কিন্তু ২০০৩ বিশ্বকাপে কানাডার কাছে টাইগাররা হেরে যাওয়ায় পুরো ঈদ আনন্দটাই হয়ে মাটি! সহজ প্রতিপক্ষের বিপক্ষে ৬০ রানের ব্যবধানে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ২০১৯ বিশ্বকাপেও ছিল একই পরিণতি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঈদের দিন মাঠে নেমে হতাশ করে মাশরাফির দল। দুই রানের ওই হারটি না হলে বাংলাদেশ হয়তো কোয়ার্টার ফাইনাল খেলতো। আজ ঈদুল আজহার দিন আবারও পুরোনো শঙ্কা উঁকি ঝুঁকি দিচ্ছিল। শেষ পর্যন্ত তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে নেপালের বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নিলো বাংলাদেশ।

২১ রানের এই জয়ে সুপার এইটে ওঠার সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি অংশ নেওয়া নিশ্চিত হয়েছে শান্তদের। ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।

এখন অব্দি সবগুলো বিশ্বকাপই বাংলাদেশ খেলেছে। বাংলাদেশের সেরা সাফল্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া দুটি জয়। সোমবার আগের সব সাফল্যকেও শান্তর দল ছাড়িয়ে গেছে। এবার সুযোগ সেমিফাইনাল খেলার। অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে আগামী ২১ জুন থেকে শুরু হবে সেমিফাইনালে যাওয়ার মিশন। এখন দেখার অপেক্ষা প্রত্যাশাহীন এই বিশ্বকাপ কতটা রাঙাতে পারে শান্তর দল!

গ্রুপ পর্বে বাংলাদেশের টপ অর্ডার যেভাবে বিধ্বস্ত হয়েছে, তাতে করে সুপার এইটে অস্ট্রেলিয়া, ভারত ও নেপালের বিপক্ষে বাংলাদেশকে কঠিন চাপেই থাকতে হবে। আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। আগের কয়েকটা দিন কাজে লাগিয়ে ব্যাটারদের ফর্মে ফেরা জরুরি। নয়তো এই ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া-ভারত কিংবা আফগানিস্তানকে হারানো কঠিনই হবে। সাকিব-তাসকিন-মোস্তাফিজরা প্রতিদিন ম্যাচ জেতাতে পারবেন না, কোন না কোন দিন ব্যাটারদেরও দায়িত্বটা কাঁধে নিয়ে নিতে হবে।