খেলাধুলা

‘শুধু মেসিকে নয়, গোটা আর্জেন্টিনা দলকে আটকাতে হবে’

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ৮:৪০:২৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

তিনি যখনই মাঠে নামেন, তার গা ঘেঁষে থাকে বিপক্ষ দলের ফুটবলার। তিনি বল ধরলেই ছুটে আসেন তিন থেকে চারজন। কোনোভাবেই যাতে লিওনেল মেসি সেই ফাঁদ থেকে বের হতে না পারেন, সেই চেষ্টা থাকে তাদের। অথচ মেসিকে আটকানোর কোনো চেষ্টাই করবেন না ক্রোয়েশিয়ার এক ফুটবলার। তিনি ব্রুনো পেতকোভিচ। তার মনে হয়েছে, শুধু মেসিকে একা আটকালে হবে না। গোটা আর্জেন্টিনা দলকে আটকাতে হবে।

পেতকোভিচ বলেন, ‘আমরা মেসিকে আটকানোর পরিকল্পনা করিনি। সাধারণত আমরা প্রতিপক্ষের কোনো একজনকে আটকানোর চেষ্টা করি না। গোটা দলকে আটকানোর পরিকল্পনা করে খেলতে নামি।’

তাই বলে মেসিকে আটকানোর পরিকল্পনা করবেন না! স্বপ্নের ফর্মে থাকা মেসি কী করতে পারেন, ক্রোয়েশিয়ার তা অজানা নয়।

পেতকোভিচ বলেন, ‘মেসিকে আটকানোর জন্য আলাদা করে কাউকে দায়িত্ব দেওয়া হবে না। কারণ, আর্জেন্টিনা দলে মেসি ছাড়াও আরও কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। তাই গোটা দলকে আটকাতে হবে। গোটা দল আটকে গেলে একা মেসি কিছু করতে পারবে না। কিন্তু শুধু মেসিকে আটকাতে গেলে ফল উলটো হতে পারে।’

সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগে কার্ড সমস্যায় নেই ক্রোয়েশিয়ার কোনো ফুটবলার। পুরো দলকেই পাবেন কোচ জ্লাতকো দালিচ। মেসি যেমন মাঝমাঠ থেকে খেলা তৈরি করেন, তেমনি ক্রোয়েশিয়ার মাঝমাঠ তাদের প্রধান শক্তি বলে জানিয়েছেন পেতকোভিচ।

বলেছেন, ‘লুকা মদরিচ, মাতেও কোভাচিচ ও মার্সেলো ব্রোজোভিচ ক্রোয়েশিয়ার ইতিহাসের সেরা তিন মিডমিল্ডার। ওদের পাস দেওয়ার পরে আমাদের আর কিছু ভাবতে হয় না।’

Powered by