খুলনা

বজ্রপাতে ২ জনের মৃত্যু

  প্রতিনিধি ২০ জুন ২০২৪ , ৮:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ

বজ্রপাতে ২ জনের মৃত্যু

খুলনার কয়রায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাগড়ামারি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের মোহাম্মদ গাজীর পুত্র শফিকুল ইসলাম (৩৮) ও ঘড়িলাল গ্রামের আল আমিন গাজীর পুত্র নাজমুল (১০)।

জানা গেছে, বৃহস্পতিবার ২টার দিকে তারা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা হতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকাশে প্রচণ্ড মেঘ দেখে তারা গাগরামাড়ি এলাকায় ১টি মৎস্য ঘেরের ঘরে আশ্রয় নেন। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তারা ২ জন মারা যান।

এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও ২ ব্যক্তি আহত হন। দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান মো. আছের আলী মোড়ল বজ্রপাতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content