দেশজুড়ে

লক্ষীপুর প্রতিদিনই ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এমপি’র ত্রাণ’

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৯:০৮:৪২ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর প্রতিনিধি: ত্রাণ বিতরণ কার্যক্রমে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে ও জনসমাগম এড়াতে এবার দূরত্ব রেখা টেনে খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাবেক বিমান মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। টানা ১৫ দিনের মতো এমপির পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্যসামগ্রী বিতরণ করেন এপিএস বায়েজীদ ভূঁইয়া।

১২ এপ্রিল রবিবার সকাল থেকে চন্দ্রগঞ্জ থানার প্রায় প্রতিটি ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে এমপির ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া বলেন, লক্ষীপুর-৩ নির্বাচনী এলাকার একজন মানুষও খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে না। প্রত্যেকের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ৭১’র ন্যায় অদৃশ্য করোনাভাইরাসের বিরুদ্ধেও বাঙালি জাতি যুদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনগুলোতে নিজ নিজ ঘরে অবস্থান নিশ্চিত করার মধ্যদিয়ে সবাইকে এই যুদ্ধে শরিক হতে হবে। এমপি শাহজাহান কামাল আপনাদের পাশে আছে। 
উল্লেখ্য: টানা ১৫ দিন যাবত সাবেক মন্ত্রী ও লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এর পক্ষ থেকে চালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকছে।

আরও খবর

Sponsered content

Powered by