বাংলাদেশ

রাত ৩টায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, চিকিৎসা চলছে

  প্রতিনিধি ২২ জুন ২০২৪ , ৩:২৩:২০ প্রিন্ট সংস্করণ

রাত ৩টায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া, চিকিৎসা চলছে
ফাইল ছবি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ৩টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। শনিবার (২২ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে একথা জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাত ৩টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছে। পরে সিসিইউতে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত বছরের ৯ আগস্ট বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে দল ও পরিবারের পক্ষ থেকে বার বার সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর।

আরও খবর

Sponsered content