চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে নিখোঁজ সেই পল্লী বিদ্যুৎ কর্মীর লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ৬:২১:৪৯ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলী নদীতে নিখোঁজ সেই পল্লী বিদ্যুৎ কর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার হামিদচরের মুখ থেকে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মী আশরাফ উদ্দীন কাজলের লাশ উদ্ধার করেছে নৌবাহিনী। রোববার (২৩ জুন) বিকেল ৫টার দিকে হামিদচরের মুখ থেকে নিখোঁজ আশরাফ উদ্দীন কাজলের (৪৮) লাশটি উদ্ধার করা হয়। এর আগে উদ্ধার কাজে নামে ১৫ জনের নৌ বাহিনী একটি টিম।

উল্লেখ্য, চট্টগ্রামের কালুরঘাটে শনিবার (২২ জুন) বিকেল ৫ টায় ফেরির সাথে নৌকার ধাক্কা লাগলে সাথে সাথে তিনজন নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক একজনকে উদ্ধার করা হলেও বাকি দুইজন নদীতে তলিয়ে গেছে।
শনিবার সন্ধ্যা থেকে ডুবুরির একটি দল তাদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন। রাত আটটায় উদ্ধার স্থগিত হলেও রবিবার (২৩ জুন) সকাল আটটা থেকে আবারো উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করে। অবশেষে বিকাল ৫টার দিকে তার লাশ মিলে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে হামিদচর এলাকা থেকে নিখোঁজ আশরাফ উদ্দিন কাজলের লাশ উদ্ধার করেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content