খুলনা

পাইকগাছায় অসুস্হ্য ব্যক্তি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে চেক বিতরন

  প্রতিনিধি ৩ মে ২০২৩ , ৮:২০:১১ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা খুলনা প্রতিনিধি :
 খুলনার পাইকগাছায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় পাইকগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজ সেবা কার্যালয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক প্রাপ্ত সুবিধাভোগী অসুস্থ ব্যক্তিদের মাঝে সুচিকিৎসার জন্য তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেন খুলনা-৬ (কয়রাপাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক।এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই পাইকগাছা উপজেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ্য ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন।সর্বোপরি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,ওসি তদন্ত তুষার কান্তি দাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান প্রমুখ।
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়েছে।
উল্লেখ্য,ঐদিন বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার গড়ইখালী ইউনিয়নের গাংরখি আবাসন প্রকল্পে গত শুক্রবার আকস্মিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সুফিয়া বিবি’র পরিবার কে ২০ হাজার ও খালেদা বেগম’র পরিবার কে ২০ হাজার টাকার সহয়তার চেক তুলেদেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় উপস্হিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম সহ আরো অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by