রংপুর

উলিপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৭:৫১:২৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে পৌরসভার রায়পাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বকসিপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০), মজিবর রহমানের ছেলে জিহাদ হোসেন (২০) ও দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের নওয়াব আলীর ছেলে জুয়েল রানা (২০)।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার রায়পাড়া গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৯ জুন) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content