চট্টগ্রাম

ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৭:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে জাহরাহ (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ৬ নম্বর রোডের সানমার পার্ক এ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। সে জাহরাহ শিল্পগ্রুপ বিএসআরএমের ফিন্যান্স ডিরেক্টর জোহায়েরের মেয়ে।

মানসিকভাবে দীর্ঘদিন ধরে জাহরাহ অসুস্থ ছিলেন জানিয়ে বিএসআরএমের ডেপুটি জেনারেল ম্যানেজার তপন সেন গুপ্ত বলেন, ‘জাহরাহ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার রাতে অস্থির হয়ে ভবনের ছাদে পায়চারী করতে গেলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ছাদ থেকে পড়ে তরুণীর বিষয়ে জানার জন্য নগরীর খুলশী থানার সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে গিয়ে তথ্য প্রদানে অনীহা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content