আন্তর্জাতিক

করোনায় যুক্তরাষ্ট্রে সপ্তাহে মারা যাচ্ছে ৫ হাজার মানুষ

  প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ১২:০০:০১ প্রিন্ট সংস্করণ

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৬৪ হাজার নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ লাখ ৬২ হাজার ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ ছাড়া জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে ৫১৪ জন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত ছয় দিন যুক্তরাষ্ট্রে দৈনিক ৬০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গত শুক্রবার সর্বাধিক ৭৭ হাজার ৬৩৮ জন শনাক্ত হয়।

আরও খবর

Sponsered content