প্রতিনিধি ৭ জুলাই ২০২৪ , ৫:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
প্রায় ১০ কোটি টাকার ফল-মূল নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিনব্যাপী প্রকাশ্য নিলাম করা হবে পণ্যগুলো। নিলামের প্রথমদিন আজ সোমবার মোট পাঁচটি লটে নিলাম করা হবে আপেল ও কমলা।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো.ফাইজুর রহমান জানান, সাধারণ নিয়ম অনুযায়ী নিলামের পাশাপাশি উন্মুক্তভাবে টেন্ডার বা প্রকাশ্যে নিলাম করা হবে পচনশীল পন্যগুলো। আমদানিকারক পণ্য সরবরাহ না নেওয়ায় নিলামে বিক্রির সিন্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এরইমধ্যে নিলাম উপলক্ষে নগরের ফলমন্ডিসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় মাইকিং করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিদিন বেলা ১১টা থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখার হলরুমে এ নিলাম অনুষ্ঠিত হবে।
নিলামকৃত পন্যের মধ্যে ৮২ লাখ ৪১ হাজার ১৮ টাকা মূল্যের সাড়ে ৪৬ টন এবং ৮৫ লাখ ৪১ হাজার ৮৯৬ টাকা মূল্যের সাড়ে ৪৭ টন আপেল নিলাম করা হবে। এছাড়া ৪০ লাখ ৯৮ হাজার ৪৯৪ টাকা মূল্যের সাড়ে ২৩ টন ও ৪০ লাখ ৭৬ হাজার ১৫৪ টাকা মূল্যের সাড়ে ২৩ টন কমলা নিলাম করা হবে।