বাংলাদেশ

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল শিশুর

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২২ , ৮:৩১:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর মগবাজারে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে।

শিশু রাকিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মুদি দোকানদার মো. হারুন রশিদ। তিনি বলেন, ঘটনার সময় বাসের যাত্রীদের কাছে মাস্ক বিক্রি করছিল রাকিব। আজমেরী পরিবহনের দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে একটি অপরটির খুব কাছে চলে আসে। এতে ওই দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত আজমেরী গ্লোরী পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। দুটি বাসেরই চালক পালিয়ে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মগবাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by