চট্টগ্রাম

চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৭:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন দালানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুল আলমের ছেলে শাহাদাত হোসেন, রাউজান নোয়াপাড়ার পথেরহাট অর্চ্যপাড়া এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে সুজন সিংহ (২৮) ও চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে গোলাম কিবরিয়া (২৬)।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, গ্রেপ্তার হওয়া শাহাদাত বর্তমানে ফ্যামিলি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। সুজন সিংহ ও গোলাম কিবরিয়া বর্তমানে ইউনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।

তারা তিনজনই হাসপাতালের ভর্তি রোগীদেরকে ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন।

আরও খবর

Sponsered content