দেশজুড়ে

রায়পুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫’শ অসহায়-গরীব পরিবার

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৭:৫৩:৫২ প্রিন্ট সংস্করণ

রায়পুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫'শ অসহায়-গরীব পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা উপকূলীয় অঞ্চলের অসহায় গরীবদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী প্যাকেট ( শুকনা খাবার- চাল, চিনি, ডাল, লবন, তেল, হলুদ-মরিচ) বিতরণ করেছেন এমপি এডভোজেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার উত্তর চরআবাবিল, দক্ষিন চরআবাবিল, উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, চরমোহনা, সোনাপুর, বামনী, চরপাতা, কেরোয়া, রায়পুর, ইউনিয়নের এলাকায় অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিবরন করা হয়।

এসময় ইউএনও ইমরান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল হায়দর বাবুল পাঠান,পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ্ সহ  নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content