প্রতিনিধি ১৩ জুলাই ২০২৪ , ৬:৩০:২৩ প্রিন্ট সংস্করণ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে চট্টগ্রামে ১৫ জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টন মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে এসব মাছ ও ট্রাক জব্দ করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে অভিযান চালায় নৌ-পুলিশ।
এ সময় সন্দেহজনক ৫টি ট্রাকে তল্লাশি করা হয়।পরে ট্রাক থেকে ককসিটের বক্সের ভেতরে রাখা প্রায় ৭ টন লইট্রা ও তুল ডানডি স্থানীয় ভাষায় চুলের দাঁড়ি মাছ পাওয়া যায়।
মাছের ৫টি ট্রাকসহ ১৫ জন ব্যক্তিকে এ সময় গ্রেপ্তার করা হয়। নৌ-পুলিশের ওসি মো. একরামুল হক জানান, ‘জব্দ করা মাছগুলো বিজ্ঞ আদালতের আদেশে বিভিন্ন মাদ্রাসা এতিমখানা ও জেলখানার কয়েদীদের জন্য বিতরণ করা হয়েছে।
এ ঘটনায় পৃথকভাবে ৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’