চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দুই ল্যাপটপ চোর গ্রেপ্তার

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৫:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীতে দুই ল্যাপটপ চোর গ্রেপ্তার

চট্টগ্রামের আকবরশা হতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে চোরাই ৪টি ল্যাপটপসহ মো. ইসমাইল (২১) ও মো. ইসমাইল রাহি (২৮) নামে ২ যুবককে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া মো. ইসমাইল আকবরশাহ্ থানা এলাকার অস্থায়ী এবং ইসমাইল রাহি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
শনিবার (১৩ জুলাই) বিকালে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ এ তথ্য জানান।

ওসি মো. কায়সার হামিদ বলেন, মো. ইসমাইল একজন পেশাগত চোর। গত ২৫ জুন সে পিসি রোডের সবুজবাগ রেইনবো কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে পাঁচটি ল্যাপটপ চুরি করে। পরে সেগুলো কম্পিউটার টেকনোলজি নামে দোকানের মালিক মো. ইসমাইল রাহির কাছে বিক্রি করে।

এই ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করেন ল্যাপটপের মালিক। ক্লুলেস এই চুরি মামলায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে সেভেন মার্কেট থেকে মো. ইসমাইলকে গ্রেপ্তার করি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই মার্কেটের কম্পিউটার টেকনোলজি নামক দোকান থেকে চোরাই ল্যাপটপসহ ইসমাইল রাহিকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content