প্রতিনিধি ১৮ জুলাই ২০২৪ , ৫:৫৩:৩৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী ভাঙন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার থেতরাই ইউনিয়নের পাকারমাথা নগরপাড়া এলাকায় তিস্তা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৪ পরিবারের মাঝে প্রতি পরিবারেকে ৫ কেজি চাল, খাবার স্যালাইন, শুকনো খাবার ও ঔষধ বিতরণ করা হয়।
তিস্তা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। এতে করে বসত ভিটে বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা পাড়ের মানুষজন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী রায়হান রহমান রাজন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।