চট্টগ্রাম

দেবীদ্বারে কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষণায় স্কুল শিক্ষাথীরা রাজপথে

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৪ , ৬:৩২:০০ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষনায় স্কুল শিক্ষাথীরা রাজপথে

আমরা শিখে এসেছি শিক্ষাই জাতির মেরুদন্ড, আর আমরা দেখে আসছি শিক্ষাই জাতির মৃত্যুদন্ড। আমরা কোটা চাইনা, আমরা আমাদের মেধার অধিকার চাই। আর সে অধিকার চাইতে গিয়ে হয়ে গেলাম রাজাকার। রাজপথে মেধার অধিকার চাইতে গিয়ে আমার ভাই- বোনের বুকের তাজা রক্তে রঞ্জিত হলো রাজপথ। আমরাও স্কুল শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানাতে রাজ পথে নেমেছি। কথাগুলো টানা বলে গেলেন. আন্দোলনরত ক্ষুব্ধ নবম শ্রেণীর এক ছাত্রী। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কে কোটা বিরোধী নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে আন্দোলনকারীরা।

তবে আজকের কর্মসূচীতে কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে স্কুলের শিক্ষার্থীরা হাতে লাঠি, বিভিন্ন শ্লোগান লিখা এবং রক্তের ছাপের ফেষ্টুন নিয়ে প্রচন্ড দাপদাহ উপেক্ষা করে আন্দোলনে সামিল হতে দেখা যায়। তারা বিক্ষোভ মিছিলসহকারে সড়ক ঘুরে বেলা সাড়ে ১১টায় দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এসে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীদের অদূরে পুলিশ অবস্থান করলেও এসময় দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনির নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা- কর্মী ছাত্র- ছাত্রীদের সড়াতে যেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন। পরে এক প্রতিবাদী যুবককে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিলে মহাসড়ক থেকে সড়িয়ে দেবীদ্বার নিউমার্কেট মধূরাজ হোটেলের পেছনে কলার চেপে ধরে নিয়ে কিল- ঘুষি, লাথি মেরে লাঞ্ছিত করতে দেখা যায়। 

অপর দিকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস ষ্ট্যাশনে বিভিন্ন স্কুল কলেজেরে শত শত শিক্ষার্থী কোটা বিরোধী বিক্ষোভ সমাবেশ করার কারনে দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরো সড়ক জুড়ে রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যানবাহন মুক্ত ও ফাঁকা হয়ে যায় সড়ক। কোম্পানীগঞ্জ এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্থানীয় মুরাদনগর প্রশাসনের পক্ষ থেকে বেলা ২টা পর্যন্ত আন্দোলন কর্মসূচী চালিয়ে শেষ করে সড়ক অমুক্ত করার অনুরোধ জানালেও এ রিপোর্ট লিখা পর্যন্ত বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

আরও খবর

Sponsered content