চট্টগ্রাম

পতেঙ্গা সমুদ্র সৈকতে ডুবে যুবক নিহত

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৪ , ৬:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সমুদ্রের পানিতে নেমে জোয়ারে তলিয়ে মো. ইউনুস নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত ৩২ বছর বয়সী মো. ইউনুস কুমিল্লার গৌরিপুর এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুরে নগরের আগ্রাবাদ এলাকার বাসা থেকে বন্ধুর সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান ইউনুস। বিকেল পাঁচটার দিকে পানিতে নামলে জোয়ারের সঙ্গে তলিয়ে যান।

পরে রাত সাড়ে ১০টার দিকে পতেঙ্গা সৈকতের কিনারায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মো. ইউনুসের মরদেহ উদ্ধার করে।

পতেঙ্গা থানার এসআই মোহাম্মদ কিরণ হোসেন বলেন, রাতে পতেঙ্গা সৈকত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content