প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ৭:৫৮:৫১ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ (৩১ জুলাই- ০৫ আগস্ট) – ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় এক বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, বিশিষ্ট মৎস্যজীবী মোতাহার হোসেন সরদার, জেলা সৎস্যজিবীলীগ যুগ্ম আহবায়ক লুৎফর রহমান শেখ।
অন্যদের মধ্যে- অফিসার ইনচার্জ ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান- মাজহারুল আলম পান্না, রাফেজা বেগম, বিআরডিবি কর্মকর্তা আবুতাহের হেলাল, প্রাণি সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি খলিলুর রহমান দাড়িয়া সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজিবী বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব শেষে মানসম্মত পোনা উৎপাদন ক্যাটাগরীতে এক মৎস্যজীবীর হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।