দেশজুড়ে

লক্ষ্মীপুরে সংঘর্ষ, রাস্তায় নেই পুলিশ

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৩:০৬:১৪ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে সংঘর্ষ, রাস্তায় নেই পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো সঠিক সংখ্যা জানা যায়নি। কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে শহরের উত্তর তেমুহনী এলাকায় এসে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা মাদাম ব্রিজ থেকে ঝুমুর এলাকা পর্যন্ত অবস্থান নিয়েছেন।

এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৪ জনকে আহত অবস্থায় পাওয়া গেছে। ৪ জনই ছাত্রলীগের নেতা ছিলেন। তারা হলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ফয়সাল ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিয়।

এখন পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অনেককেই আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। তবে সংখ্যা বা তাদের নাম,পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন জানায়, আমরা শান্তিপূর্ণভাবে ঝুমুর এলাকায় অবস্থান নিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা করেছে। আমাদের ওপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে। আমাদের অনেকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালেও নেওয়া যায়নি।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদারের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আরও খবর

Sponsered content