বাংলাদেশ

সংকট নিরসনে সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ৮:৩৪:৫০ প্রিন্ট সংস্করণ

সংকট নিরসনে সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক

চলমান পরিস্থিতিতে উদ্ভূত সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন রাজনৈতিক নেতারা। সেনা সদর দফতরে এই বৈঠক হয়। আলোচনায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আলোচনায় অংশ নেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস; জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ; হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল ইসলাম মাসুদ, হামিদুর রহমান আজাদ প্রমুখ।

সেনাপ্রধান বলেন, পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে। তিনি ছাত্র-ছাত্রীসহ দলমত নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content