প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৪:৪১:৩৪ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল।
শনিবার (১০ আগস্ট) নয়াপল্টনে এই বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।