চট্টগ্রাম

ফয়সলেকে শহীদ ওয়াসিমের নামে স্কুল উদ্বোধন

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৫:০৬:০২ প্রিন্ট সংস্করণ

ফয়সলেকে শহীদ ওয়াসিমের নামে স্কুল উদ্বোধন

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে গুলিতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরামসহ বৈষম্য বিরোধী আন্দোলনে নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। হত্যাকারীদের যথাযথ বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কেউ এধরণের হত্যাযজ্ঞ চালাতে সাহস পাবেনা।

কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামে প্রথম শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরামের নামে রবিবার (১১ আগস্ট) দুপুরে নগরীর ফয়’স লেক এলাকায় একটি স্কুল উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা টাকার অভাবে পড়তে পারবে না এটা মেনে নেয়া যায় না। তাই ফয়স লেকে চট্টগ্রামের ১ম শহীদ ওয়াসিমের নামে একটি স্কুল উদ্বোধন করে তার ঋণ কিছুটা হলেও শোধ করার চেষ্টা মাত্র। আমরা মনে করি শহীদ ওয়াসিমসহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদরা আমাদের পরবর্তী প্রজন্মকে লড়াই সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে এবং সত্যের পক্ষে লড়তে মানুষকে উজ্জীবিত করবে।

শহীদ ওয়াসিম আকরাম স্কুলের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মাঈনু, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content