আবহাওয়া

তাণ্ডব চালিয়ে বিকেল দিকে দুর্বল হবে মোখা

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ১২:১৮:১৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক: 

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে ২টা, অর্থাৎ এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড় বাংলাদেশ অংশে আঘাত করবে।

মধ্যে দুপুর ১২টা নাগাদ এটি সেন্ট মার্টিনে আঘাত হানবে।

ইতোমধ্যে বঙ্গোপসাগর, নাফ নদী এবং সংলগ্ন নদীগুলোতে ইতোমধ্যে জোয়ার শুরু হয়েছে, এবং বিকাল ৪টা নাগাদ জোয়ারের তীব্রতা বাড়বে।

এ সময়ে আট থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে জলাবদ্ধতা বা পানি জমে থাকবে না বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

বিকেল ৪টার পর থেকে মোখা দুর্বল হতে শুরু করবে এবং সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের তীব্রতা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যে উপকূলীয় জেলা কক্সবাজার ও প্রতিবেশী দেশ মিয়ানমারের উত্তরের দিকে ঘণ্টায় ২১৫ কিলোমিটার পর্যন্ত বেগে অতিক্রম করতে শুরু করেছে।

 

আরও খবর

Sponsered content

Powered by