প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৪ , ৩:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ
হাইকোর্ট বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন তারা শুধু একাই অপরাধী নন। যারা হেলিকপ্টার থেকে গুলির অর্ডার দিয়েছেন তারা সমানভাবে অপরাধী। এর দায় কেউই এড়াতে পারেন না।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।
শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিতে ১০ শিশু নিহত হওয়ার ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার।