প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৪ , ৪:২২:১১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় অবৈধভাবে জোরপূর্বক দখলকৃত খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকার শিশু কিশোরসহ সর্বস্তরের জনগণ । শুক্রবার (১৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে ঐতিহ্যবাহী আগ্রাবাদ বালির মাঠ অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করে সকলের জন্য উন্মুক্ত ও পূর্বের পরিবেশে ফিরিয়ে আনার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু কিশোরদের খেলার কোনো মাঠ নেই অত্র এলাকায়। শিশু কিশোরদের সুস্থতা ও শারীরিক বিকাশ নিশ্চিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আগ্রাবাদ এলাকার অতি পুরোনো ও প্রাচীন এ মাঠটি কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে অবৈধভাবে দখল করা হয়েছে। অবিলম্বে তাদেরকে উচ্ছেদ করে মাঠটি খেলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। অন্যথায় দলখদার এস আলম কোম্পানীর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।
এতে বক্তারা আরও বলেন, এই আন্দোলন শুধুমাত্র দখলদারদের হাত থেকে বৈধ ও আইনগত উপায়ে শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বালির মাঠ পুনরুদ্ধার পর্যন্ত সীমাবদ্ধ। অচিরেই এ মাঠ দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে।
এতে বক্তব্য রাখেন রাশেদ, সুফল, দিলদার ও বাহারসহ স্থানীয় ক্রীড়ামোদী জনতা এবং সাবেক খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএ কর্তৃপক্ষের যোগসাজশে দীর্ঘ পাঁচ বছর ধরে এস আলম গ্রুপ নামক একটা কোম্পানি মাঠটি জবর দখল করে আছে।