প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৪ , ৭:২৭:১০ প্রিন্ট সংস্করণ
স্বৌরচারী হাসিনার পতনের পর দলকে শক্ত ভিতের ওপর দেখতে চান বিএনপির উপজেলা পর্যায়ের নেতারা। ‘যোগ্য’ ও ‘ত্যাগী’ নেতাদের মূল্যায়নের মাধ্যমে মাঠপর্যায়ে দলকে সংগঠিত করতে না পারলে দল হুমকীর মুখে পড়বেন বলেও মনে করেন তাঁরা।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে ফটিকছড়ি পৌরসভা আমান বাজার চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত, আহতদের সুস্থতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
উত্তরজেলা যুবদলের সহ সভাপতি আজম খাঁনের সভাপতিত্ত্বে ও উত্তরজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক সরোয়ার মফিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর। এসময় তিনি বলেন
ফটিকছড়িতে ত্যাগীদেরকে বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হবে না।
এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহিন, আবু তাহের সিদ্দীকী, মনসুর আলম চৌধুরী, মোশরাফুল আনোয়ার মসু, ফয়েজ তারেক, সাইফুদ্দীন, যুবদল নেতা আহমদ রশীদ চৌধুরী, সাইফুল হায়দার রাশেল, বেলাল বিন নুর, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন মেসি ও ছাত্রদল নেতা এম এ মাহফুজ।