চট্টগ্রাম

বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৪ , ৭:৪৯:১৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের বাঁশখালীতে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ী ঢলের স্রোতে ভেসে যাওয়া মুহাম্মদ নোহান (১১) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুঁইছড়ি গরজনীয় পাড়াসংলগ্ন পুঁইছড়ি ছড়ায়।

এ ঘটনায় মারা যাওয়া শিশু ওই এলাকার এয়াকুব সর্দারের বাড়ীর মুহাম্মদ আমীর হোছাইনের পুত্র। নোহান স্থানীয় হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশুর বড় ভাই আহামুদুর রহমান বলেন, ‘আজ দুপুরে আমার ছোট ভাই বাড়ীর পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। পাশে বয়ে যাওয়া ছড়ায় পাহাড়ি ঢলে ভেসে আসা লেবু নিতে গিয়ে সে নিজেই স্রোতে ভেসে যায়। ঘটনাস্থল থেকে অর্ধ কিলোমিটার দূরত্বে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

আরও খবর

Sponsered content