চট্টগ্রাম

শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করলেন ফারুক ই আজম

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৭:৪০:১৮ প্রিন্ট সংস্করণ

শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করলেন ফারুক ই আজম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করলেন

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।

রবিবার (১৮ আগষ্ট) বিকেলে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২ নং  ওয়ার্ডের শহীদ ওমর ফারুকের বাড়িতে যায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। এ সময় তিনি শহীদ ওমর ফারুকের  পরিবারের সাথে সাক্ষাৎ করে ।

এ সময় উপস্হিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক, বোয়ালখালী 

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, চট্টগ্রামের বোয়ালখালীতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনা বাহিনীর ২৪-পদাতিক ডিভিশন মেজর শওকত,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.আছহাব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, শহীদ ওমর ফারুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোমবার( ৫ আগষ্ট) ঢাকা উত্তরায় বিজয় পর পুলিশের গুলিতে নিহত হয়। শহীদ ওমর ফারুক বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামের ২নং ওয়ার্ডের হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে। ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয়। সে বাংলাদেশ এয়ার ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে এ বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে।

আরও খবর

Sponsered content