চট্টগ্রাম

স্বৈরাচারমুক্ত স্বদেশে মানুষ বুকভরে নিঃস্বাস নিচ্ছে : আমীর খসরু

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৭:৪৮:৪৬ প্রিন্ট সংস্করণ

স্বৈরাচারমুক্ত স্বদেশে মানুষ বুকভরে নিঃস্বাস নিচ্ছে : আমীর খসরু

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মানুষ বুকভরে নিঃশ্বাস নিতে পারছে, দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে অন্তবর্তীকালীন সরকার যে কাজগুলো করছে তা ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি।

মানুষের কথাবলার অধিকার ফিরে পাওয়ার সাথে সাথে ফ্যাসিস্ট শাসনের রাহু থেকে মুক্ত হতে পেরে আজ দেশের মানুষ খুব উৎফুল্ল। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে বর্তমান সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলে দাবি করেছে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাই অন্তবর্তী সরকারকে সমর্থন দিচ্ছে। কারণ যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেগুলো তো একটা ট্র্যাকে আনতে হবে। সুতরাং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আশা করি সামনের কাজগুলা যত দ্রুত সম্ভব তারা করতে পারবে। আন্দোলনকারীদের ওপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক।

আহতদের দায়িত্ব কে নেবে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, অনেকে অন্ধ হয়ে গেছে। অনেকের পা চলে গেছে, অনেকের পা থেকেও নেই। তারা হাটা চলা করতে পারবে না। এমন দুর্বিষহ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে, এদের পুর্নবাসনের বিষয় আছে। জাতিরও তো পুর্নবাসনের ব্যাপার আছে। যে অবস্থায় আমরা গিয়ে পৌঁছেছি। আন্দোলনে হতাহতের ত্যাগের বিনিময়ে যদি বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে তবেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাব, বলেন তিনি।

এর আগে আমীর খসরু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন।