প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৬:৪৭:১১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের ছয় মাস না গড়াতেই এরশাদ উল্লাহ্ (২৫) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার উদ্যেশ্যে জোরপূর্বক বিষপান করিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিহত এরশাদ উল্লাহ্ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিম পাড়ার তৈয়্যবা বাপের বাড়ির মৃত জামাল উদ্দীনের পুত্র।
রোববার (১৮ আগস্ট) দুপুরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এরশাদের মৃত্যুর ঘটনাকে হত্যা বলে দাবি করেছেন তার মা বেবী আক্তার।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘মোয়াজ্জিম পাড়ার একই এলাকার ছেমনি বাপের বাড়ির মোহাম্মদ বাচ্চুর স্ত্রী পাঁচ সন্তানের জননী খদিজা বেগম (৪০) তার স্বামী থাকা স্বত্বেও আমার ছেলেকে নানা প্ররোচনায় তার প্রেমের ফাঁদে পেলে বিয়ে করে পালিয়ে যান। পরে তারা বাঁশখালীর চাম্বল চৌধুরী পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন। আমার ছেলে তার পৈত্রিক সম্পত্তি বিক্রির তিন লক্ষ টাকা তার স্ত্রীর কাছে জমা রাখে। এদিকে তার স্ত্রী আগের স্বামী ও তার সন্তানদের সাথে সখ্যতা গড়ে তুলে। তার স্ত্রীর ভাই, স্বামী, সন্তানসহ সকলে তাকে মেরে ফেলার চক্রান্ত করে করে। ঘটনার দিন সকালে তার স্ত্রীসহ জোর করে বিষ পান করিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার ছেলে বাড়িতে আসতে চাইলে তারা তাকে উল্টোপথে দৌড়ানী দিলে সে মুন্সিখীল নামক স্থানে পৌছালে মাটিতে পড়ে গেলে গড়াগড়ি করতে দেখে স্থানীয় লোকজন। লোকজন তার এ অবস্থা জানতে চাইলে তার স্ত্রী বিষ পান করিয়েছে বলে জানান (ভিডিয়োতে তার বক্তব্য রক্ষিত)।
পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এরশাদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার বলেন, ‘আমরা লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।’