রংপুর

উলিপুরে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ৭:২১:৫৭ প্রিন্ট সংস্করণ

উলিপুরে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
Oplus_131072

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতের আগাছা (নিড়ানি) পরিস্কার করার সময় বিদ্যুৎপৃষ্টে এমদাদুল হক (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ আগস্ট) দুপুরে তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গা এলকায়। এমদাদুল তবকপুর ইউনিয়নের জহুরিয়া পাড়ার পনির উদ্দিন মাস্টারের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  এমদাদুল তার নিজ ধান ক্ষেতের আগাছা (নিড়ানি) পরিস্কার করার সময় জমিতে পড়ে থাকা সেচ পাম্পের তারে অসাবধানতা বসতঃ বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তবকপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুস ছামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই এমদাদুল হকের মৃত্যু হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content