রংপুর

দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ৭:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সংগঠনের কার্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবিনা আকতার-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীত সদস্য কানিজ রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য সাবিয়া বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশকে ধর্ষণ ও নারী নির্যাতন মুক্ত করার যে আন্দোলন মহিলা পরিষদ করে যাচ্ছে সেই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৫ সালের এই দিন ইয়াসমিনের সাথে যা ঘটেছিল দেশে এখনো সেই নৃশংসতা ঘটে চলেছে।

নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার মাত্রা বর্তমানে ভয়াবহ মাত্রায় বেড়ে চলেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। মহিলা পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শুধু এ জন্যে তৃণণমুলের নারীদের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। এছাড়া সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো জরুরী।

আরও খবর

Sponsered content