আন্তর্জাতিক

পাকিস্তানে একটি বাস খাদে পড়ে নিহত ২০

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৩:০৯:৩৪ প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে একটি বাস খাদে পড়ে নিহত ২০
ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি বাস খাদে পড়ে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রবিবার (২৫ আগস্ট)বাসটি কাহুটা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে খাদে পড়ে যায় বলে জানিয়েছেন এক উদ্ধারকারী কর্মকর্তা। স্থানীয় সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

রেসকিউ ১১২২ পাঞ্জাবের কর্মকর্তা উসমান গুজ্জার বলেছেন, ‘কোস্টারের ব্রেক ফেইল হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।’

মৃতদেহগুলোকে কাহুতার তহসিল সদর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানান তিনি। বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই পুরুষ।

এই কর্মকর্তা আরও বলেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনাটি কাহুটার আজাদ পত্তন রোডের গিরারি সেতুতে ঘটেছে।’

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘দুঃখের এই মুহুর্তে হতাহতদের পরিবারের সঙ্গে আমি সমভাবে ব্যথিত।’

এসময় ‘ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার’ প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি।

এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক প্রকাশ করেছেন। এক্সে তিনি বলেন, ‘আল্লাহ এই ট্র্যাজেডিতে যারা মারা গেছেন আপনি তাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদের প্রিয়জনদের ধৈর্য দান করুন।’

আরও খবর

Sponsered content