প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৩:২৬:৫৭ প্রিন্ট সংস্করণ
আমার ভাই আবু সাঈদ ও মগ্ধু সহ অনেক মানুষ শহীদ হয়েছে। গভীর ভাবে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্রদের কোটা আন্দোলনের মাধ্যমে ৫ আগষ্ট গণঅভ্যর্থনা মধ্য দিয়ে এ দেশটা স্বাধীন হয়েছে। আমরা ১৭ টা বছর কথা বলতে পারিনাই।
আজকে আমরা মুক্ত ভাবে কথা বলতে পারছি। আওয়ামীলীগ দেশটাকে একটি আয়না ঘরে পরিনত করে ছিল। যারা পাখির মত গুলি করে গণহত্যা করেছে। শুধু এই হত্যা নই’ বিডিআর হত্যা,শাপলা চত্বরের গণহত্যা সহ ছাত্র জনতার গণহত্যা যারা করেছে। এই গণহত্যাকারীদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই।
বৃহস্পতিবার বিকেলে শেরপাড়া ঈদগাহ মাঠে আড়বাব ইউনিয়ন বিএনপির আয়োজিত শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ইয়াসির আরশাদ রাজন তার বক্ত্যবে এসব কথা বলেন।
আড়বাব ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু,বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু,ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।