বরিশাল

পাথরঘাটায় স্কুল গেটে তালা, দেয়াল টপকে শিক্ষার্থীদের আসা যাওয়া

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৭:৪১:৪২ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাছের খাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটটি তালা বদ্ধ থাকায় ঝুকি নিয়েই দেয়াল ও লোহার গেট পার হয়ে স্কুলে আসা যাওয়া করে কোমল মতি শিক্ষার্থীরা। বুধবার বিকেল চারটায় সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখে যায়।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, রবিবার থেকে তারা এভাবেই দেয়াল ও গেট টপকে স্কুলে আসা যাওয়া করছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া জানান, স্কুলের গেটটি তালা বদ্ধ থাকায় এভাবেই এসে ক্লাস করছেন তারা।

স্থানীয় গোলাম কিবরিয়া জানান, এলাকার কিছু বখাটে তালার মধ্যে সুপার গ্লু ডুকিয়ে দেয়ায় শিক্ষার্থীদের এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে। বখাটেরা প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে মুখ খুলতে চাননি তিনি।

মাছের খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিপা হালদার জানান, আমাদের স্কুলে কোন চতুর্থ শ্রেণীর কর্মচারী নেই। আমাদেরই স্কুল নিরাপত্তার জন্য সবকিছু করতে হয়। স্কুল ছুটির পর এখানে বিভিন্ন ধরনের অপকর্ম হওয়ার আলামত পাওয়া যায়। এজন্য প্রতিদিন স্কুল ছুটির পর গেটে তালা বদ্ধ করে বাড়িতে চলে যাই।

স্কুলের প্রধান শিক্ষিকা সেলিনা খানম জানান, এর আগেও কয়েকবার স্কুলের নিরাপত্তা প্রাচীর ও গেট ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এলাকার কিছু বখাটে মাদকসেবীরা প্রায়ই এমন ঘটনা ঘটায়। এনিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান সেলিনা খানম।

এবিষয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, স্কুলের আসপাশের কিছু বখাটে বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এবিষয়ে অতিশীঘ্রই সমস্যা সমাধানের ব্যবস্থা করছি।

Powered by