প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৭:১২:০০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে সদ্য বিদায়ী বহুল আলোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন আহমদ কতৃক চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরীকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ কৃষি ব্যাংকের সামনে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা বিএনপির আহবায়ক মাহমুদুর রহমান মাহাদুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুদ্দিন মেম্বার, এম মনজুর মোরশেদ চৌধুরী, দোহাজারী পৌর বিএনপির আহবায়ক মো. কামালউদ্দিন, সদস্য সচিব বাবু খান, চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন, নুরুল হুদা বাবর, এডভোকেট রশিদ আহমদ হিরু, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, সেলিম ভুঁইয়া, আইনুল হুদা, মোহাম্মদ সুমন, মাহাফুজ, ছাত্রদল নেতা, আব্দুল মন্নান, রিয়াদ হোসেন, আফিলউদ্দিন, এডভোকেট শফিউল হক সেলিমসহ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। সভায় বক্তারা জসিম উদ্দিন কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালনাকারী সন্ত্রাসীদের গডফাদার ও অর্থের যোগানদাতা, ব্যাংক লুটেরা হিসাবে আখ্যায়িত করে অতিসত্বর তাকে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।